
ঢাকা: রমজান মাসে গুলিস্তানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রাস্তায় হকারদের বসা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি জানান, রজমানে রাজধানীর যানজট পরিস্থিতির উন্নতির লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। আগামী ঈদের পর হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ পাবেন তারা।
বৃহস্পতিবার বিকেলে গুলিস্তান মোড়ে উচ্ছেদ অভিযান শেষে ওই এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মেয়র বলেন, ঢাকা শহরে যানজট নিরসনে দুই সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করছে। যানজট কবলিত এলাকাগুলোর যথাসম্ভব ফুটপাতমুক্ত করা হবে।
মেয়র বলেন, যারা হকারদের আশ্রয় ও পুনরায় বসতে উৎসাহিত করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তবে তাদের পারিবারিক ও জীবন নির্বাহের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর পয়নিষ্কাশন ও ময়লা বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, যানজট ও বর্জ্য নিসরণ ব্যবস্থাকে সিটি কর্পোরেশন অধিক গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করছে। আশা করছি রমজানে নির্বিঘ্ন থাকবে এ এলাকার যানজট পরিস্থিতি।
এর আগে সিটি কর্পোরেশন মেয়র, ডিএমপি কমিশনার, সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণ করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই