Wednesday, July 6th, 2022
‘রাঢ়াঙ’র ১৫৬তম মঞ্চায়ন
August 4th, 2016 at 11:32 am
‘রাঢ়াঙ’র ১৫৬তম মঞ্চায়ন

ঢাকা: সাঁওতালদের জীবন এক করুণ ইতিহাসে গাঁথা। দুঃখ-কষ্ট আর অভাব-অনটনই তাদের জীবনের নিত্যসঙ্গী। নিজেদের অধিকার আদায় করতে গিয়ে শোষণ আর অত্যাচারের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের প্রতিটি ক্ষণ। তাদের বসতভিটাও দখল করে নেয় সমাজের দুষ্টচক্র-প্রভাবশালীরা।

২০০০ সালের ১৮ আগস্ট ক্ষমতাবান জোরদার হাতেম আলী, বাবু, গদাই, উমর, খোকা, সাত্তার, কাসেম ও আয়েস গংয়ের নীলনকশা অনুযায়ী এমনই ঘটনার একটি প্রকৃষ্ঠ উদাহরণ। কেননা ওই সময়ে ক্ষমতাবান জোরদার গংয়ের নীলনকশা অনুযায়ী প্রকাশ্যে আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেনকে হত্যা করা হয়। সেই ঘটনা নিয়ে রচিত ‘আরণ্যক’ নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’।

Rarang_Top1447496046.jpg1

বুধবার সন্ধ্যায় হয়ে গেল নাটকটির ১৫৬তম মঞ্চায়ন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির এই মঞ্চায়ন হয়। ‘আরণ্যক’ নাট্যদলের ৪০তম প্রযোজনার এই নাটকটি রচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, শামীমা শওকত লাভলী, আমানুল হক হেলাল, হাসিম মাসুদ, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুহুল আমিন প্রমুখ।

Rarang_Top1447496046.jpg2

প্রসঙ্গত, ‘রাঢ়াঙ’  প্রথম মঞ্চে এসেছিল ২০০৪ সালে। অদ্যাবধি প্রদর্শিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বহুল আলোচিত হয়েছে নাটকটি। ভারতের কলকাতা, বহরমপুর, দিল্লি, কেরালা এবং দক্ষিণ কোরিয়ার তিনটি আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটি মঞ্চায়ন হয়েছে। বাংলাদেশে ‘রাঢ়াঙ’ নাটকটিই প্রথম সরকারি অর্থায়নে বিদেশের মাটিতে মঞ্চস্থ হয়।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই


সর্বশেষ

আরও খবর

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন