
লক্ষ্মীপুর: রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামের এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় এলজি, তিনটি গুলি এবং একটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার গভীর রাতে কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
নিহত রাজন একই এলাকার লাল গাজী পাটোয়ারির বাড়ির মৃত সৈয়দ আহাম্মদ মিস্ত্রির ছেলে ও রাজ বাহিনীর সর্দার ছিলেন।
ওসি জানান, রোববার রাত আড়াইটার দিকে উত্তর কেরেয়া গ্রামের মিয়াজান রাস্তার দক্ষিণ পাশের ভূইয়া বাড়ীর সুপারির বাগানে ডাকাত আজগরের নের্তৃত্বে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে তিনিসহ থানা পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে আজগরসহ অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ‘বন্দুকযুদ্ধে’ রাজন বাহিনীর ‘ডাকাত সর্দার’ দেলোয়ার হোসেন রাজন মারা যান। গোলাগুলিতে সময় পাঁচ পুলিশ সদস্যও আহত হন।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি