
ঢাকা: যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন ধার্যকে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর উত্তরায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ প্রসঙ্গে ফখরুল বলেন, বিনা বিচারে ন্যায়বিচার ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। তার (খালেদা জিয়ার) অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করার ঘোষণা বেআইনি। দেশে বিচারব্যবস্থা ভেঙে পড়েছে বলেও বলেন তিনি।
এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ‘সরকারের নির্দেশেই’ ঠিক করা হয়েছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, রায়ের যে তারিখ ঘোষণা করা হয়েছে এটা একেবারেই সরকারের নির্দেশে করা হয়েছে। প্রথম থেকেই যে চেষ্টাটা করা হচ্ছে, বিনা বিচার, ন্যায় বিচার ছাড়াই দেশনেত্রীকে সাজা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এখানে আদালতে সেটাই নিয়ে আসতে চায়।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। মির্জা ফখরুলের মতো রায় ঘোষণার এই তারিখকে বেআইনি বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে খালেদা জিয়া এ কারাগারেই বন্দি আছেন গত ফেব্রুয়ারি থেকে।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান