
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের দেয়া রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার মামলার রায় কী হবে জানি না। যদি সাজা হয় তাহলে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থার কথা বলা হবে, সরকার সেই ব্যবস্থাই করবে।’
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকাল খালেদা জিয়ার মামলার রায় হতে পারে। বিচার শুরু হলে রায় হবেই। বিচারকের ওপর নির্ভর করবে, রায় কী হবে। তবে আদালতের রায়ে যেভাবে নির্দেশ থাকবে সে নির্দেশই পালন করা হবে।
তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। দেশের জনগণ বিশৃঙ্খলা পছন্দ করে না। কেউ যদি নাশকতা সৃষ্টি করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণের জানমাল রক্ষায় পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ‘নিখোঁজ’ থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে পুলিশ অথবা র্যাব কেউ গ্রেফতার করেনি। আমি নিজে খোঁজ নিয়েছি। হয়তো তিনি নিজেই আত্মগোপনে থাকতে পারেন। অথবা হতে পারে এটি তার নতুন কোনো কৌশল।
পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমরা যে চারজনকে গ্রেফতার করেছি, তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই