রিও অলিম্পিকে প্রথম সোনা যুক্তরাষ্টের থ্রেশারের

ডেস্ক: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রিও অলিম্পিকের প্রথম সোনা বিজয়ী মার্কিন যুক্তরাষ্টের থ্রেশার। চীনের দুলিকে হারিয়ে তিনি জিতে নেন এবারের গেমসের প্রথম সোনা।
বেশ রোমাঞ্চ ছড়িয়েই নিষ্পত্তি হলো রিও অলিম্পিকের প্রথম সোনা। সোনা ও রূপার মধ্যে ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। লন্ডনে পদকজয়ীর তালিকায় যুক্তরাষ্ট্রের ঠিক পেছনে থাকা চীনের দুই শুটার জিতেছেন রুপা ও ব্রোঞ্জ।
শেষ শটে স্নায়ুচাপ ধরে রাখার পুরস্কারই পেলেন ১৯ বছর বয়সী থ্রেশার। ডিওডোরোর শ্যুটিং ভেন্যুতে ১০ মিটার এয়ার রাইফেলে শেষ শটের পর থ্রেশারের পয়েন্ট দাঁড়ায় ২০৮। যা কিনা ২০০৪ এথেন্স অলিম্পিকের সোনাজয়ী লির চেয়ে মাত্র এক বেশি।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি