
ব্রাজিল: রিও অলিম্পিকে এলিমিনেশনস রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের তিরন্দাজ শ্যামলী রায়কে। সেরা ৩২-এ ওঠার লড়াইয়ে তিনি ম্যাক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে পরাজিত হয়েছেন।
বাংলাদেশ সময় বুধবার রাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শ্যামলী ৬-০ পয়েন্টে পরাজিত হন বায়ার্দোর কাছে। প্রথম সেটে তার স্কোর ছিল ২৭ আর বায়ার্দোর ২৮। তবে দ্বিতীয় সেটেও আর ঘুরে দাঁড়াতে পারেননি শ্যামলী। দ্বিতীয় সেটে ২৮-২৩ এবং তৃতীয় সেটে ২৮-২৫ স্কোরে হেরে যান তিনি।
অলিম্পিকে শ্যামলী নিজের সেরাটা দিতে পারেননি। র্যাঙ্কিং রাউন্ডেও ৭২০ এর মধ্যে ৬০০ স্কোর করেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া নিজের সেরা ৬১৮ স্কোরকেও ছুঁতে পারেননি এদিন তিনি।
ফলে শ্যামলীকে শেষ ৩২’এ ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের দ্বাদশস্থানে থাকা বায়ার্দোর মুখোমুখিই হতে হয়েছিল। আর সেখানেও তিনি ব্যর্থই হয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ