
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিকে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন।
পরে আইনজীবী জহিরুল ইসলাম সুমন জানান, রিজভীর পাসপোর্টের মেয়াদ গত বছরের ১০ ডিসেম্বর শেষে হয়েছে। তাই নতুন পাসপোর্টের জন্য ওইদিনই তিনি আবেদন করেন। ৩১ ডিসেম্বর তাকে নতুন পাসপোর্ট সরবরাহের তারিখ দেয়া হয়।
এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও তাকে কোনো কারণ না দেখিয়েই পাসপোর্ট দেয়া হয়নি। তাই ২৯ মে রিজভী হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে তাকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশনা চাওয়া হয়। তবে সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/আ্ইকে