রিজভীর বিরুদ্ধে পরোয়ানা জারি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
অসুস্থ থাকার কারণে রুহুল কবির রিজভী আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন দাখিল করেন। কিন্তু আদালত তা মঞ্জুর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ