
নিউইয়র্ক: নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হতে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির তদন্ত শুরু করেছে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিস। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরটি প্রকাশ করে। নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি প্রিত ভারারা’র অফিস এই তদন্ত শুরু করেছে। তবে ভারারার অফিস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানায়, এফবিআই এবং অন্য সরকারি সংস্থাগুলো সাইবার চুরির বিষয়ে সতর্ক বার্তা জানানোর পর ফেডারেল আইনজীবীরা এই তদন্তের কার্যক্রম শুরু করেন। মার্কিন আর্থিক তদারকি সংস্থাগুলো গত সপ্তাহেই সাইবার নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছিল।
মার্কিন কংগ্রেসের একটি কমিটি এই ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায় কতটুকু, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে। গত সপ্তাহে এফবিআই এর একজন কর্মকর্তা জানান, সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তদন্ত করে দেখছে, কিন্তু এখনো জানতে পারেনি কারা এই অপরাধ করেছে। এদিকে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও ব্যাংক ইতিহাসের বৃহত্তম এই সাইবার চুরির ঘটনা তদন্ত করে দেখছে।
গত ফেব্রুয়ারি মাসে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এরপর টাকাগুলো ফিলিপাইনের ক্যাসিনোতে ছড়িয়ে পড়ে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি