
ঢাকা: বিশ্বের বিভিন্ন মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন খবর প্রকাশ করছে। তার মধ্য থেকে কিছু খবরের শিরোনাম-
এবিএস-সিবিএন: মিডিয়াটি ‘চুরি হওয়া রিজার্ভ পুনরুদ্ধারে বিচার বিভাগের সহায়তা চায় বাংলাদেশ’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়া রিজার্ভ পুনরুদ্ধারে ফিলিাপাইনের বিচার বিভাগের সহায়তা চায় বাংলাদেশ।
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন, বাংলাদেশের অর্থ উদ্ধারে সম্ভব সবকিছু করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন ফিলিপাইনের কর্মকর্তারা।
ফিলিপাইন স্টার: ম্যানিলার পত্রিকাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ পুনরুদ্ধারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপাইনের বিচার বিভাগ।
এ সংক্রান্ত সিনেটের ব্লু রিবন কমিটি জানিয়েছে, বাংলাদেশের অর্থ উদ্ধারের তদন্ত শুরু করার যে আবেদন বাংলাদেশ সরকার করেছে তাতে তাদের কিছু করার নেই। এটি নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও বিচার বিভাগ কাজ করতে পারে বলে মন্তব্য করেছে কমিটি।
পাকিস্তান অবজারভার: পাকিস্তানের পত্রিকাটি লিখেছে, প্রথমবারের মতো ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
স্টেইটস টাইমস: সিঙ্গাপুরের পত্রিকাটি লিখেছে, রেইড বসিয়ে শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করেছে বাংলাদেশ। এতে বলা হয়, সাম্প্রতিক হত্যাসহ বিভিন্ন অপরাধের সন্দেহভাজন নজরুল ইসলামকে শীর্ষ জেএমবি সন্ত্রাসী বলছে পুলিশ।
এছাড়া বেশিরভাগ বিদেশি মিডিয়ায় ভারতে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার খবরটি প্রকাশ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই