
ঢাকা: বিশ্বের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ সংশ্লিষ্ট খবরের শিরোনামগুলো-
নিউ ইয়র্ক পোস্ট: যুক্তরাষ্ট্রের পত্রিকাটি ‘বাংলাদেশ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপাইন’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো ডুতারতো বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রয়টার্স: বার্তা সংস্থাটি ‘বাংলাদেশ বলছে চুরি হওয়া রিজার্ভ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর ফিলিপাইন’ শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ শুক্রবার বলেছেন, চুরি হওয়া রিজার্ভের অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডুতারতো।
আউটলুক ইন্ডিয়া: ভারতের মিডিয়াটি লিখেছে, সমকামী ম্যাগাজিন রুপবান সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধুকে হত্যার ঘটনায় পাঁচ খুনিকে চিহ্নিত করেছে পুলিশ। গোয়েন্দারা এখন ওই পাঁচজনকে গ্রেফতারের চেষ্টা করছে বলে এতে উল্লেখ করা হয়।
ইউএস নিউজ: মিডিয়াটিতে ‘দেশে বেড়ে উঠা জঙ্গি’ নামে একটি প্রবন্ধ লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী ইস্যু তুলে ধরা হয়। বলা হয়, দেশে বেড়ে উঠা জঙ্গিদের দমনে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। একই সাথে দেশের গণতন্ত্র ও ধর্মনিরেপক্ষ অবস্থান সংরক্ষণেও প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
বিবিসি ও সিএনএন: মিডিয়া দুটি লিখেছে গুলশানে হামলায় এক ব্রিটিশ ও এক কানাডিয়ান নাগরিক গ্রেফতার। এতে ব্রিটিশ নাগরিক হাসনাত করিম ও কানাডার নাগরিক তাহমিদ হাসিব খানকে গ্রেফতারের বিষয়টি তুলে ধরা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই