
ম্যানিলা: বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে( আরসিবিসি) ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এটা ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা। আরসিবিসি কর্তৃপক্ষ এই জরিমানা শোধ করার জন্য এক বছর সময় চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বর্তমানে ম্যানিলায় আছেন। চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে তারা আশা করছেন। এক্ষেত্রে অন্তত ১৫ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশা করা হচ্ছে।
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ রয়টার্সকে জানান, এ অর্থ ফেরত পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা। তবে ফিলিপাইনের কর্মকর্তাদের ভাষ্য, এই অর্থ যে বাংলাদেশের তার প্রমাণ দেখাতে হবে।
গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। ঘটনার সঙ্গে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই