
মানিকগঞ্জ: কলেজ ছাত্রী রিতা সুত্রধরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে রিতার পরিবারের সদস্যসহ গ্রামের নারী পুরষরা এই কর্মসূচিতে অংশ নেন। সোমবার দুপরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি প্রভাষক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, ধানকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল রহমান, রিতার বাবা গোবিন্দ সূত্রধর ও মা আলো রানী সূত্রধর।
উল্লেখ্য গত ১ নভেম্বর সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকজন রিতার লাশ ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রিতার বাবা গোবিন্দ সুত্রধর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি করা হয় রিতার স্বামী প্রদীপ সুত্রধরসহ কয়েকজনকে। এ পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
রিতার পরিবারের অভিযোগ যৌতুকের টাকা না দেয়ায় রিতার স্বামী প্রদীপ সুত্রধর ও তার পরিবার পরিকল্পিত ভাবে রিতাকে হত্যা করেছে।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ