
ঢাকা: রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফেয়ার -২০১৬ আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
শনিবার সিরডাপ মিলনায়তনে রিহ্যাব ফেয়ার-২০১৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামী এ কথা জানান।
তিনি বলেন, “রিহ্যাব আগামী ২১-২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার ২০১৬ আয়োজন করতে যাচ্ছে। এই ফেয়ারে ৩০ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে রিহ্যাব। রিহ্যাব ফেয়ার- ২০১৬ তে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সর্বমোট ২৪ টি প্রতিষ্ঠান।”
তিনি আরও জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এছাড়া চট্টগ্রামে ৯ টি ফেয়ার সফলভাবে সম্পূর্ণ করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ টি, যুক্তরাজ্য, দুবাই ইতালির রোম, কানাডা এবং কাতারে ১ টি করে রিহ্যাব হাউজিং সফলভাবে সম্পূর্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, মোহাম্মাদ সোহেল রানা, পরিচালক শাকিল কামাল চৌধুরী প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব