
ঢাকা: আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দেখা যাবে জিনেদিন জিদানকে। জিদানের মাদ্রিদ ছাড়ার গুজবকে উড়িয়ে দিয়ে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। এমনকি কিংবদন্তি এই খেলোয়াড়ের মাদ্রিদে থাকাটাও নিশ্চিত করেছেন তিনি।
রিয়ালের হয়ে ব্যর্থ হওয়ায় কারণে জানুয়ারী মাসে রাফা বেনিতেজকে সরিয়ে জিদানকে কোচের পদে বসায় কর্মকর্তারা। তার কোচিং কারিশমাতেই দ্রুততম সময়ে পাল্টে যায় রিয়াল মাদ্রিদ।
জিদান সম্পর্কে পেরেজ বলেন, ‘জিদান শুধু আমার জন্যেই বিশেষ কেউ নয়, সে মাদ্রিদ এবং মাদ্রিদের ইতিহাসের জন্যেও বিশেষ একজন খেলোয়াড়। সে ২০০১ সালেই রিয়ালে এসে সবকিছু পাল্টে দিতে থাকে। সেই মৌসুমেই খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন জিদান। সে সহকারী কোচ হিসেবেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর এখন প্রধান কোচ হিসেবে। তার সাথে আমাদের ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং সে তার কাজ চালিয়ে যেতে পারবে।’
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া হলেই ছাটাই করা হতে পারে জিদানকে, এমন শঙ্কা থাকলেও সে সব কিছুই আর হচ্ছেনা। জিদানের অধীনে ২৭ ম্যাচের ২২টিতেই জয় পেয়েছে রিয়াল। দুটিতে হারের বিপরীতে ড্র করেছে তিনটি ম্যাচে। এ সময়ে বিপক্ষ দলের জালে ৭৭টি গোল দেয় রিয়াল মাদ্রিদ। এছাড়াও শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে ১১তম বারের মতো ইউরোপ সেরা হয় রিয়াল মাদ্রিদ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস