Thursday, September 29th, 2022
রিয়ালের কোচ হিসেবেই থাকছেন জিদান
July 24th, 2020 at 3:23 am
আগামী মৌসুম নিয়ে জিদানের সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের বৈঠক সফল
রিয়ালের কোচ হিসেবেই থাকছেন জিদান

স্পোর্টস ডেস্ক,

ঢাকাঃ কয়েক দিন আগেই লা লিগার শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। সেই উৎসবের মাঝেই চাপা গুঞ্জন পরের মৌসুমে রিয়ালের ডাগআউটে দেখা যাবে না কোচ জিনেদিন জিদানকে।

ফরাসি এ কোচকে হারানোর শঙ্কা পেয়ে বসেছিল সার্জিও রামোসদেরও। কিন্তু পরের মৌসুমে রিয়ালের কোচ হিসেবে জিদানকেই দেখা যাবে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

আগামী মৌসুম নিয়ে জিদানের সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের সফল বৈঠকের কথা জানিয়েছে সংবাদমাধ্যম।

স্প্যানিশ দৈনিক মার্কা নিশ্চিত করেছে, আগামী মৌসুমে জিদানই থাকছেন রিয়ালের কোচ।

চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত জিদান রিয়ালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন, তা নিশ্চিতই ছিল। কিন্তু গ্রীষ্মের পর নতুন মৌসুমে তাঁকে দেখা যাবে কিনা, এ নিয়েই ছিল প্রশ্ন। আর জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জনটা উঠেছিল মূলত সংবাদ সম্মেলনে তাঁর এক জবাবের প্রেক্ষিতে।

আগামী মৌসুমের জন্য প্রস্তুত আছেন কিনা? লেগানেসের বিপক্ষে ম্যাচের আগে এ প্রশ্নের জবাবে ফরাসি এই সাবেক তারকা ফুটবলার বলেছিলেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে। আমি আগামী মৌসুম বা পরের বছর নিয়ে কিছু বলব না। আমার একটা চুক্তি আছে এবং আমি খুশি। আপনি কখনো বলতে পারবেন না ভবিষ্যতে কী হবে। ফুটবলে রাতারাতি সব বদলে যেতে পারে এবং আমি জানি না ভবিষ্যতে কী আছে।’

এ ধরনের জবাবের পর থেকেই জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন ওঠে। তা ডাল-পালা মেলতে শুরু করার আগেই জিদানের সঙ্গে বৈঠকে বসেছিলেন পেরেজ। লা লিগা শেষে সেই বৈঠকের পর জানা গেছে আগামী মৌসুমেও জিদানকে দেখা যাবে রিয়ালের ডাগআউটে।

জিদান ও পেরেজের বৈঠক প্রসঙ্গে মার্কা লিখেছে, লা লিগা শেষে পেরেজের সঙ্গে বৈঠকে জিদান সম্মত হন আগামী মৌসুমেও তিনি প্রধান কোচ হিসেবে থাকবেন। রিয়ালে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে এখনো দুই বছর বাকি। তবে চুক্তিপত্র তাঁর জন্য কখনোই সমস্যা ছিল না। চুক্তির মেয়াদ ফুরোতে এক বছর বাকি থাকতেই রিয়ালে বুট তুলে রেখেছিলেন তিনি। কোচ হয়ে ক্লাবটিকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর অনেক অনুরোধের পরও ক্লাব ছেড়েছিলেন জিদান।

এবার বড় বিপদের সময়ে দ্বিতীয় দফায় মাদ্রিদের হাল ধরেছিলেন জিদান। ভঙ্গুর দলকে চাঙা করে জিতিয়েছেন লা লিগার ৩৪ তম শিরোপা। আর এর আগে রিয়ালের ডাগআউটে জিদানের গল্প তো সবারই জানা। ২০১৬ থেকে ২০১৮ প্রথম মেয়াদে একটি লা লিগা শিরোপার সঙ্গে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন তিনি।


সর্বশেষ

আরও খবর

বাংলাদেশের কষ্টার্জিত জয়


আলোচনায় কাতার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা

আলোচনায় কাতার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা


বিদায় বেলায় কাঁদলেন মেসি, কাঁদালেন বিশ্বকে

বিদায় বেলায় কাঁদলেন মেসি, কাঁদালেন বিশ্বকে


অজিদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস, দুই ম্যাচ রেখেই সিরিজ জয়

অজিদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস, দুই ম্যাচ রেখেই সিরিজ জয়


অজিদের বিপক্ষে ফের দাপুটে জয়, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

অজিদের বিপক্ষে ফের দাপুটে জয়, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ


টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ঢাকায়

টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ঢাকায়


টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ


কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দেশের হয়ে প্রথম শিরোপা মেসির

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দেশের হয়ে প্রথম শিরোপা মেসির


আইসিসির মে মাসের সেরা হলেন মুশফিক

আইসিসির মে মাসের সেরা হলেন মুশফিক


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা