Saturday, June 10th, 2023
রিয়ালের সাথে নতুন চুক্তিতে রোনালদো
November 8th, 2016 at 10:25 am
রিয়ালের সাথে নতুন চুক্তিতে রোনালদো

ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি সেরে নিলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চুক্তির ফলে সিআর সেভেনই থাকছেন দলটির সর্বোচ্চ প্রারিশ্রমিক পাওয়া ফুটবলার। সপ্তাহে পর্তুগিজ অধিনায়কের বেতন ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড। এবারের চুক্তিতে রোনালদো ২০২১ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কসে থাকবেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

২০১৮ সালে রিয়ালে রোনালদোর চুক্তি শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তিতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। পর্তুগিজ এ তারকার বয়স তখন হবে ৩৬।

রোনালদোর নতুন চুক্তি নিয়ে ক্লাবের অনুষ্ঠানে এ তারকা বলেন, “আমি রিয়াল মাদ্রিদের সভাপতি, ক্লাবকে, আমার সতীর্থদের, যারা আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমি অনেকবার বলেছি, আমি এ ক্লাবকে আমার হৃদয়ে ধারণ করি, এটা আমার শরীরের একটা অংশ।’

সিআর সেভেন বলেন, ‘এ সময়টা আমার জীবনে বিশেষ একটি সময়। এ ক্লাবে আমাকে আরও পাঁচ বছর খেলতে হবে। তবে দলের হয়ে এটাই আমার শেষ চুক্তি না। এটা দারুণ। আমি আশাকরি ক্লাবের জার্সি গায়ে আগামী পাঁচ বছরও দুর্দান্ত কিছু করে দেখাতে পারবো। গোল করার পাশাপাশি জিতবো শিরোপা।’

পর্তুগিজ এই তারকা বলেন, আমাকে অপেক্ষা করতে হবে এবং (আমার অবসরের তারিখ) দেখতে হবে। কে জানে ভবিষ্যত কী নিয়ে অপেক্ষা করছে। অবশ্যই আমি এ ক্লাবেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। …এখানে আমি ভবিষ্যতে অনেক বছর থাকতে চাই।”

২০০৯-১০ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি দিয়ে এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন ৩৬০ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩৭১টি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওই সময়ের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে মাদ্রিদে পাড়ি জমান তিনি।

এ সময় তিনি গ্যালাকটিকোদের হয়ে জিতেছেন একটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, একটি সুপারকোপা, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা। স্পেনের সফলতম ক্লাবটির হয়ে মোট আটটি শিরোপা জেতেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার।

সোমবার (০৭ নভেম্বর) রিয়াল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ৩১ বছর বয়সী রোনালদো সোমবার নতুন চুক্তিতে সই করেন। ক্লাবটির সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে।

রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদান জানান, ‘আমি খুব খুশি যে রোনালদো তার ক্যারিয়ারের শেষের দিক পর্যন্ত রিয়ালে থাকছে। সে দুর্দান্ত ফুটবলার। হোয়াইট জার্সিতে তার নতুন চুক্তি প্রাপ্যই ছিল।’

গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব


সর্বশেষ

আরও খবর

আজ থেকে চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকবাহী বাস : চলবে পতেঙ্গা টু ফৌজদারহাট

আজ থেকে চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটকবাহী বাস : চলবে পতেঙ্গা টু ফৌজদারহাট


এতকিছুর পরও বঙ্গবন্ধু তাঁকে ‘আমার সিরাজ’ বলেই সম্বোধন করেছেন

এতকিছুর পরও বঙ্গবন্ধু তাঁকে ‘আমার সিরাজ’ বলেই সম্বোধন করেছেন


মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন

মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন


হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু


উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন


শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মে মাসে সারাদেশে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা,  ৬৩১ প্রাণহানি

মে মাসে সারাদেশে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা, ৬৩১ প্রাণহানি


কক্সবাজারে ঢেঁড়স চাষে লাভবান হচ্ছে কৃষকরা

কক্সবাজারে ঢেঁড়স চাষে লাভবান হচ্ছে কৃষকরা


বেদখল ২৫ কোটি টাকার সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণে নিল ঢাকার জেলা প্রশাসক

বেদখল ২৫ কোটি টাকার সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণে নিল ঢাকার জেলা প্রশাসক


নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তাখাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি

নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তাখাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি