Tuesday, October 3rd, 2023
রুদ্রের দিন, গুণের দিন, কবিতার দিন
June 21st, 2016 at 7:08 am
রুদ্রের দিন, গুণের দিন, কবিতার দিন

ডেস্কঃ আজ ২১ জুন, বাংলা কবিতার জগতে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৪৫ সালের এই দিনে বাংলা কবিতার ভান্ডার সমৃদ্ধ করতে পৃথিবীতে এসেছিলেন কবি নির্মলন্দু গুণ। আবার ১৯৯১ সালের এই একই দিনে ধরণীর সাথে সকল বন্ধন ছিন্ন করে অভিমানী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ চলে যান না ফেরার দেশে। ভক্তি ও শ্রদ্ধাভরে তাদের স্মরণ করার নিমিত্তে দুই কবির দুইটি কালজয়ী কবিতা আজ আপনাদের জন্য।

এ কেমন ভ্রান্তি আমার

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

এ কেমন ভ্রান্তি আমার !

এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে,

দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ।

এলে মনে হয় অন্যরকম জল হাওয়া, প্রকৃতি,

অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ-

তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রান।

হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে,

স্নেহ- পলাতক দারুন রুক্ষ আঙুল।

তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো,

সমর্পন ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ- ক্লান্ত

করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে।

এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি..

কুশল শুধালে মনে হয় তুমি আসোনি

পাশে বসলেও মনে হয় তুমি আসোনি।

করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো,

দুয়ার খুল্লেই মনে হয় তুমি আসোনি।

আসবে বললে মনে হয় অগ্রিম বিপদবার্তা,

আবহাওয়া সংকেত, আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম-

এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি।

চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,

চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।

দুঃখ করো না, বাঁচো

নির্মলেন্দু গুণ

দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।

দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।

বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো ।

জানি মাঝে-মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ,

তার কালো লোমশ হাত প্রায়ই তোমার বুক ভেদ করে

চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের

নখরাঘাতে ছিন্নভিন্ন হয়; যদি গলগল করে রক্ত ঝরে,

তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে ।

তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখান করো ।

অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ ।

তোমাকে বাঁচাতে পারে আনন্দ । তুমি তার হাত ধরো,

তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো ।

দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে ।

যদি মরতেই হয় আনন্দের হাত ধ’রে মরো ।

বলো, দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম,

আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান ।

 

নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস


সর্বশেষ

আরও খবর

মতিয়ার রহমানের কবিতা

মতিয়ার রহমানের কবিতা


১৫ আগস্ট মিলনের গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চে আসছে

১৫ আগস্ট মিলনের গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চে আসছে


চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ আটক

চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ আটক


পাঠ-প্রতিক্রিয়া : জাহিদ নেওয়াজ খানের উপন্যাস ‘ট্রানজিট ১৯৭১’

পাঠ-প্রতিক্রিয়া : জাহিদ নেওয়াজ খানের উপন্যাস ‘ট্রানজিট ১৯৭১’


বই মেলায় জমির উদ্দিন মিলনের দুই বই 

বই মেলায় জমির উদ্দিন মিলনের দুই বই 


সৈয়দ শামসুল হকের প্রেমের কবিতা

সৈয়দ শামসুল হকের প্রেমের কবিতা


সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে 

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্ম বার্ষিকী পালিত হচ্ছে 


তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসারবিমুখ করেছিল 

তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসারবিমুখ করেছিল 


ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’