রুবেন্সের পেইন্টিং ৮০ বছর পর

ডেস্কঃ ঐতিহাসিক জার্মান চিত্রশিল্পী পিটার পল রুবেন্সের একটি বিখ্যাত পেইন্টিং ৮০ বছর পর দর্শকসম্মুখে নিয়ে আসছে সেইন্ট পিটার্সবুর্গের স্টেইট হের্মিটেজ মিউজিয়াম। ‘রিসারেকশন অফ ক্রাইস্ট’ নামক পেইন্টিংটি ১৬১০ সালে ট্রিনিটি ক্যাথেড্রালে উপহারস্বরূপ পাঠিয়েছিলেন ক্যাথেরিন দি গ্রেইট।
‘রিসারেকশন অফ ক্রাইস্ট’ নামক পেইন্টিংটি ১৬১০ সালে ট্রিনিটি ক্যাথেড্রালে উপহারস্বরূপ পাঠিয়েছিলেন ক্যাথেরিন দি গ্রেইট।
পরবর্তীতে ১৯৩৪ সালে সোভিয়েত সরকার ক্যাথেড্রালটি বন্ধ করে দিলে সংরক্ষণের জন্য এটিকে হের্মিটেজে পাঠিয়ে দেয়া হয়। ‘রিস্টোরেশন’ শেষে এটিকে ‘নিঃসন্দেহে রুবেন্সের নিজ হাতের কাজ’ বলে একটি বিবৃতি দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
দর্শনার্থীদের চোখ জুড়াতে চলতি বছরের অক্টোবর থেকে এটি জাদুঘরের দেয়ালে শোভা পাবে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/তুসা