
দামেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলি দেশব্যাপী যুদ্ধবিরতি পালনে রাজী হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই চুক্তি কার্যকর হবে। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির কথা ঘোষণা করেন এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। এছাড়া সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপের মুখপাত্রও চুক্তির বিষয়টি নিশ্চিত করে। তবে নির্দিষ্ট সংখ্যক জিহাদী গ্রুপকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তথাকথিত ইসলামিক স্টেট(আইএস),জাবহাত ফাতেহ আল-শাম(সাবেক নুসরা ফ্রন্ট)এবং তাদের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রুপগুলোকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বিদ্রোহীদের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, কেবলমাত্র আইএস অধিকৃত অঞ্চলে এই চুক্তি কার্যকর হবে না। তবে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী দখলকৃত ঘৌটা এলাকায় এই যুদ্ধবিরিতি চুক্তি কার্যকর হবে বলে জানা গেছে। উল্লেখ্য, শান্তি আলোচনার ক্ষেত্রে এটি প্রতিবন্ধক ছিল।
চলতি মাসের শুরুতে মস্কো এবং আংকারার মধ্যস্থতায় সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতি কার্যকর হয়। যার ফলশ্রুতিতে সরকারি বাহিনীর দখল করা এলাকা থেকে হাজার হাজার বিদ্রোহী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক নিরাপদে সরে যেতে সক্ষম হন।
অবশ্য চলতি বছরে রাশিয়া, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে আরো বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু খুব দ্রুতই এসব চুক্তি ভেঙ্গে যায়। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ