রুশ বিমান বিধ্বস্তের কারণ জানতে ৩০ দিন লাগবে

মস্কো: কৃষ্ণসাগরে ৯২ জন আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল সের্গেই বেনিতোভ সাংবাদিকদের জানান, ‘এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার জন্য ৩০ দিনের কম লাগবে না বলে প্রত্যাশা করছি।’
রোববার সোচি থেকে সিরিয়ার লাটাকিয়া বিমান ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করা তুপোলভ-১৫৪ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানের আরোহীদের মধ্যে ৬৪ জনই রুশ সামরিক গায়ক দলের সদস্য ছিলেন। এছাড়া বিমানটিতে সাংবাদিকসহ প্রখ্যাত রুশ দাতব্যকর্মী ইয়েলিজাভেতা গ্লিনকাও ছিলেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ