
মস্কো: সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ সেনা হেলিকপ্টার এমআই-৮ গুলি করে ভূপাতিত করার ফলে ৫ জন যাত্রী নিহত হন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি প্রকাশ করে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে জানায়, নিহত ৫ জনের মধ্যে ৩ জন হেলিকপ্টারের ক্রু এবং বাকী দু’জন সামরিক কর্মকর্তা।
খবরে বলা হয়, এমআই-৮ হেলিকপ্টারটি পরিবহন হেলিকপ্টার। আলেপ্পোতে মানবিক সাহায্য প্রদান করে সিরিয়ায় স্থাপিত রুশ বিমান ঘাঁটিতে ফিরে যাওয়ার পথে হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে ঘটনাস্থলে একজনের মরদেহ এবং রাশিয়ান কাগজপত্র দেখা গেছে।
সিরিয়ার বিরোধী নিউজ টেলিভিশন ওরিয়েন্ট নিউজ জানায়, বিদ্রোহী যোদ্ধারা একটি রুশ সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এর ফলে পাইলট নিহত হন।
গত রোববার আইএস ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে তাদের সদস্যদের উদ্দেশে রাশিয়ার বিরুদ্ধে পবিত্র যুদ্ধ করার আহ্বান জানিয়েছে।
এটি নিয়ে এ পর্যন্ত সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর তৃতীয় হেলিকপ্টার ভূপাতিত হল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটির বিদ্রোহীদের লক্ষ্য করে গত বছর থেকে বিমান হামলা পরিচালনা করছে রাশিয়া। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে