রুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাজশাহী: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৩টার মধ্যে শিক্ষাথীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮ নভেম্বর পর্যন্ত রুয়েট বন্ধ ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে রুয়েটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান বলেন, “শুক্রবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।”
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: আবু তাহের