
ডেস্ক: রাজনীতিতে জড়িয়ে নিজের অভিনেত্রী পরিচয় বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলেন রুপা গাঙ্গুলী। ছয়মাস আগে এক রাজনৈতিক সভায় বিষয়টির ঘোষণাও দেন তিনি।
সভায় নিজের নামের পাশে নেত্রী এবং অভিনেত্রী পরিচয় পাওয়ায় বেশ চটে গিয়ে রুপা বলেন, ‘অভিনয় ছেড়ে দিয়েছি। প্লিজ, আর কখনো অভিনেত্রী বলে পরিচয় করাবেন না।’
সম্প্রতি শোনা গেছে, একতা কাপুরের প্রযোজনায় বিগ বাজেটের একটি ছবির প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী রুপা। আর এটি নাকি তিনি নিজেই বিজেপি’র রাজ্য দফতরে দাঁড়িয়ে সবাইকে জানিয়েছেন।
একতার প্রোডাকশনে রূপা আগেও কাজ করেছেন ‘ইয়ে দিল সুন রহা হ্যায়’ ধারাবাহিকে। এ বিষয়ে এবিপিকে রুপা বলেন, ‘ছবিটিতে কাজ করবো কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা করছি। আসলে অনেক টাকার কাজ তো।’ আবার সন্ধ্যায় ফোনে তিনি বলেন, ‘এ সব নিয়ে আমার ভাবনা-চিন্তা করারও সময় নেই।’ তবে তার উত্তরের দ্বিধা-দ্বন্দ্বে নিন্দুকের কানাকানি তো আর বন্ধ থাকবে না।
এদিকে, নেত্রীর মুখে বড় ছবির অফারের কথা শুনে রাজ্য বিজেপির একাংশের প্রশ্ন, বিধানসভা ভোটে হেরে গিয়েই কি ফের ছবির কথা ভাবতে শুরু করেছেন রূপা? সে যাই হোক এ প্রশ্নের জবাব পেতে কিছুদিন অপেক্ষা করবে হবে।
রূপা বিজেপি’তে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো নতুন ছবিতে সই করেননি। আগে সই করা ছবিগুলোরই কাজ শেষ করেছেন। সর্বশেষ শতরূপা সান্যালের ‘অন্য অপালা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই