
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার নির্মিত হচ্ছে সিনেমা ‘রক্ত’। আর এই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এরই মধ্যে টিজার প্রকাশ হয়েছে সিনেমাটির। এরপর অনলাইনে প্রকাশ হয় সিনেমাটির ‘আমি ডানা কাটা পরী’ শিরোনামের একটি গান। এটি গেয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী কনিকা কাপুর। গানটি ৬ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয়। দুদিন পাড় হতে না হতেই নতুন রেকর্ড গড়েছে পরীর ‘ডানা কাটা পরী’ গানটি।
দুইদিনে গানটি দেখেছেন সাড়ে ৫ লাখেরও বেশি দর্শক। এবিষয়ে নিউজনেক্সটবিডি ডটকমকে পরীমনি বলেন, ‘দর্শকের ভালো লাগার মতো একটি সিনেমা হবে ‘রক্ত’। আশা করি ভালো লাগবে সবার।’
আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘রক্ত’। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পাতায় জানানো হয়, সিনেমাটির শ্যুটিং এখনো অনেক বাকি। ফলে নির্মাণ শেষ হতে আরো সময় লাগবে। তাই ঈদে মুক্তি পাচ্ছে না ‘রক্ত’।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই