
ডেস্ক: বলিউডে আমির খানের ছবি মানেই বক্স অফিসের নড়েচড়ে বসা। আর এই নড়েচড়ে বসার একমাত্র কারণ নতুন নতুন রেকর্ডের জন্য অপেক্ষা। অতীতে আমিরের মুক্তি পাওয়া ছবিগুলোর পরিসংখ্যান তাই বলে। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে আমির খানের বহুল আলোচিত ‘দঙ্গল’ ছবিটি। এতে আমির খান অভিনয় করেছেন একজন কুস্তিগীরের চরিত্রে।
১২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘দঙ্গল’ সিনেমাটি তৈরি হয়েছে ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে। রেকর্ড গড়ে মাত্র ৩ দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করেছে এ সিনেমা।
ভারতজুড়ে প্রায় ৪ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে হিন্দি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে দঙ্গল। বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৯.৭৮ কোটি রুপি। এর দ্বিতীয় দিনে তুলে নিয়েছে ৩৪.৮২ কোটি রুপি। আর উইকেন্ডের শেষ দিন অর্থাৎ রোববার বক্স অফিসে সিনেমাটির আয় ছিল ৪২.৩৫ কোটি রুপি। ৩ দিনে মোট ১০৬.৯৫ কোটি রুপি।
এদিকে বিশ্লেষকদের মতে, দঙ্গল সিনেমার রোববারের আয় (৪২.৩৫ কোটি রুপি) ভারতীয় বক্স অফিসের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল সালমান খান অভিনীত সুলতান সিনেমার দখলে। সিনেমাটির একদিনে সর্বোচ্চ আয় ছিল ৩৯ কোটি রুপি।
ভারতে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রভাব ছবিটির ওপর পড়বে বলে অনেকে আশঙ্কা করলেও প্রেক্ষাগৃহগুলোতে সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড় সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে।
এদিকে বলিউড ছবির সব থেকে বড় অনলাইন বুকিং সংস্থা বুক মাই শো দাবি করেছে, ২০১৬ সালে মুক্তি পাওয়া অন্য ছবির তুলনায় ৪০ শতাংশ আগাম টিকিট বিক্রি হয়েছে দঙ্গলের। সেই সঙ্গে সব থেকে দ্রুত ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে।
বলিউড চলচ্চিত্র সংশ্লিষ্টরা থেকে আরম্ভ করে সাধারণ দর্শক মনে করছেন, আমির খানের দঙ্গল বক্স অফিস রিপোর্টে বড় চমক আনবে। এটি আগের সব ছবিকে পেছনে ফেলে দেবে। এখন দেখার বিষয় তাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে ‘দঙ্গল’। তবে আগামী কিছুদিন যে ভারত দঙ্গলময় থাকবে সেটা বলে দেয়া যায়।
দঙ্গল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী