
ডেস্কঃ ভারতের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ শাসিত অন্যান্য দেশগুলোর শিক্ষা ব্যবস্থার চেয়ে ভিন্ন নয়, প্রায় একই রকম দূর্নীতিগ্রস্থ। সে সূত্রে হয়তো ৯০ শতাংশ থেকে ৯৮ শতাংশ নাম্বার প্রাপ্তি ভারতে খুবই স্বাভাবিক ব্যাপার, যেমন আমাদের দেশ আজ জিপিএ ৫ এ সয়লাব। কিন্তু দীপিকা পাড়ুকোন জানালেন তার ছাত্রজীবনের দুরবস্থার কথা, সর্বোচ্চ নাম্বার তো দূরে, তার ফলাফল সবসময়ই ৬৫ শতাংশের আশপাশে থাকত।
‘ঘটনার আবহে ছাত্রের মা দীপিকার সাফল্যের সূত্র টেনে জানতে চান দীপিকার স্কুল জীবনের ফলাফল সম্পর্কে।’
কিছুদিন আগে লিফটে দীপিকার সাথে দেখা মেলে এক স্কুল ছাত্র আর তার মায়ের। মা তার ছেলেকে বকছিলেন পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য। ঘটনার আবহে ছাত্রের মা দীপিকার সাফল্যের সূত্র টেনে জানতে চান দীপিকার স্কুল জীবনের ফলাফল সম্পর্কে। দীপিকা জবাবে তার এই ৬৫ শতাংশ নম্বরের কথা জানান।
সম্পতি টুইটারে দীপিকা এ ঘটনা তার ফলোয়ারদের জানান। টুইটে দীপিকা এসব ঘটনা উল্লেখ করে বলেন, ‘মনের কথা শোনো, ভালোর পথে চলো… বাঁচো, ভালোবাসো, হাসো।’
উল্লেখ্য ‘লিভ লাভ লাফ’ নামে দীপিকার একটি দাতব্য সংস্থা রয়েছে যা অবসাদ ও হতাশাগ্রস্থ মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে। এক সময় অবসাদে ভোগা এই বলিউড অভিনেত্রী জানেন জীবনকে ভালোবেসে আনন্দে থাকার গুরুত্ব কতখানি।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস