
ডেস্কঃ ওয়ারফেইজের সদস্য পরিবর্তন নতুন কিছু নয়। গত ৩০ বছরে বহুবার বহু নতুন সদস্যের আগমন, বহির্গমন ও প্রত্যাবর্তন দেখেছে ব্যান্ডটি। কিছুদিন আগে ব্যান্ডের লীড ভোকাল মিজান ব্যান্ড ছেড়ে দেয়ার ঘোষণা দিলে গায়কশূণ্য হয়ে পড়ে দলটি। সে ঘাটতি পূরণ করতেই ওয়ারফেইজে যোগ দিচ্ছেন পলাশ নূর। তিনি ডি রকস্টার্সের রানার-আপ ব্যান্ড রেডিও-অ্যাকটিভের ভোকাল ছিলেন। প্রতিযোগীতার শ্রেষ্ঠ গায়কের পুরষ্কারও জিতেছিলেন তিনি। পরবর্তীতে ব্যান্ড ছেড়ে দিয়ে তিনি নিজেই একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন ‘পলাশ এন্ড ফ্রেন্ডস’ নামে।
পলাশ ডি রকস্টার্সের রানার-আপ ব্যান্ড রেডিও-অ্যাকটিভের ভোকাল ছিলেন।
প্রতিযোগীতার শ্রেষ্ঠ গায়কের পুরষ্কারও জিতেছিলেন তিনি।
ওয়ারফেইজের গানের ধারা অনুযায়ী পলাশের চড়া ও সুরেলা গলা ঠিক মানিয়ে যাবে বলে ধারণা শ্রোতাদের। এছাড়াও নানান বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী পলাশ নূর কন্ঠ ছাড়াও ওয়ারফেইজের সাথে আর কি চমক নিয়ে আসছেন, এখন সেটাই দেখবার বিষয়।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস