
ঢাকা: রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে বৃহস্পতিবার সংসদে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে রেলওয়ে সম্পত্তি চুরি, অবৈধ দখল করা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য এবং এ অপরাধে অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে কোন ব্যক্তি অপরাধ সংঘটনের সহায়তা করলে অনধিক ৫ বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলের বিধানের অধীন অপরাধ আমলযোগ্য হবে।
বিলে বিনা পরোয়ানা গ্রেফতারের ক্ষমতা, তদন্ত, সমন জারির ক্ষমতা, তল্লাশি, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বস্তু, যন্ত্রপাতি, যানবাহন বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল) অধ্যাদেশ ১৯৭৯ রহিত করার প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসজি