রেল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

ঢাকা: রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে রেল মন্ত্রণালয়। একই সঙ্গে পূর্বাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান নিউজনেক্সটবিডি ডটকম’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের কথা বিবেচনা করে রেল মন্ত্রণালয় রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে।’
শরিফুল হাসান আরও বলেন, ‘প্রত্যেক ঈদেই রেলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলো।’
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ