
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ- পরীক্ষা শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়েছে। শেষ হবে দুপুর ১২ টায়। আজ রাতেই ফলাফল প্রকাশ করা হবে।
শুক্রবার রাতে বিএসএমএমইউ’র নোটিশ বোর্ডে ফলাফল দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
এবার ১ হাজার ৫২টি আসনের বিপরীতে মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ এবং ডেন্টাল অনুষদে মোট ৯ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আসনগুলোর মধ্যে বিএসএমএমইউতে ৫৬টি, সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৮৯টি এবং বেসরকারি ও স্বায়ত্তশাসিত চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে ৫০৭টি। এমডি ৩৭টি, এমএস ২০টি এবং ডেনটিসট্রি’তে ৫টি সাবজেক্ট রয়েছে।
ইডেন মহিলা কলেজে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেইন ক্যাম্পাস, বুয়েটের পশ্চিম পলাশী ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব