রেস্টুরেন্টে অন্তঃসত্ত্বা কারিনা

ডেস্ক: অন্তঃসত্ত্বা হওয়ার পর কারিনা কাপুর খানকে সেভাবে জনসম্মুখে দেখা যায়নি। তবে এবার ৮ মাসের সন্তানসম্ভবা অবস্থায় বান্দ্রার একটি জনপ্রিয় রেস্টুরেন্টে ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরা এবং বড় বোন কারিশমা কাপুরের সাথে দেখা গেছে বেবোকে।
শনিবার টাইমস অব ইন্ডিয়া এমন খবরই প্রকাশ করেছে। সঙ্গে তাদের বেশ কিছু ছবিও প্রকাশ করেছে।
সাইফ আলির আগের পক্ষের দুই সন্তান সারা এবং আসগর থাকায় আর নতুন করে মা হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন কারিনা। তবে এ বছরেই কারিনার মা হওয়ার খবর প্রকাশিত হয়।
চলতি বছরের ডিসেম্বরে নবাব পরিবারের নতুন উত্তরাধিকারীর অপেক্ষায় রয়েছেন সাইফ-কারিনা জুটি।
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব