
ডেস্ক : ক্লাবের হয়ে গােল খরা চললেও জাতীয় দলের জার্সিতে স্বরূপে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে রিয়াল তারকার জোড়া গোলে সহজ জয় পেয়েছে পর্তুগাল। অন্য খেলায় এস্তোনিয়ার জালে গুনে গুনে দুই হালি গোল দিয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে পর্তুগীজদের জয়টা ৪-১ গোলে আর হ্যাজার্ড-লুকাকুরা জিতেছে ৮-১ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই পর্তুগালের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লাটভিয়া। ২৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। ৫৮ মিনিটে আবারো পেনাল্টি পায় পর্তুগাল। তবে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন সিআরসেভেন।
৬৭ মিনিটে জিউজিন্সের গোলে সমতায় ফিরে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লাটভিয়া। কিন্তু তাদের সেই স্বপ্ন উড়িয়ে দিয়ে দুই মিনিট পরেই স্বাগতিকদের এগিয়ে দেন উইলিয়াম। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। অতিরিক্ত সময়ে ব্রনো আলভেস আবারো ব্যবধান বাড়ালে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়নরা।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রাখলো রোনালদোরা। গ্রুপের অন্য ম্যাচে শীর্ষে থাকা সুইজারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে। টানা চার জয়ে সুইসদের পয়েন্ট ১২। আরেক ম্যাচে অ্যান্ডোরাকে ৪-০ গোলে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে হাঙ্গেরি।
চলতি বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে ৭ গোল করলেন রোনালদো। আর এই ম্যাচের জোড়া গোলের মধ্যদিয়ে ৬৮ গোল নিয়ে ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় চারে উঠে এসেছেন তিনি।
জার্মান গ্রেট জার্ড মুলার ও আয়ারল্যান্ডের তারকা রবি কেনির সমান গোল তার। সামনে আছেন কেবল ফ্রেন্স পুসকাস (৮৪টি), সান্দোর ক্রোসিস (৭৫টি) ও মিরোস্লাভ ক্লোসা (৭১টি)। তবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হতে আরো অনেক দূর পাড়ি দিতে হবে মাদ্রিদ সুপারস্টারকে। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করে সেই আসনটি দখল করে আছেন ইরানি গ্রেট তারকা আলী দিয়াই।
অন্যদিকে বেলজিয়ামের হয়ে খেলার ৮ মিনিটে শুরুটা করেন মুনিয়ের। ১৬ এবং ৬৭ মিনিটে জােড়া গােল আসে ডেরিস মার্টিনেজের পা থেকে। ২৫ মিনিটে দলের দ্বিতীয় গােলটি করেন চেলসি তারকা এডিন হ্যাজার্ড। ৬২ মিনিটে ফেরিরো কারাসকোর পর ৬৪ মিনিট আত্মঘাতী গােলে ষষ্ঠবারের মতো লিড পায় বেলজিয়ানরা। এরপর ৮৩ ও ৮৮ মিনিটে জোড়া গোল করেন সাবেক চেলসি তারকা রামেলাে লুকাকু।
এছাড়া লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষের মাঠে নেদারল্যান্ডসের জয়ের নায়ক মেমফিস ডিপাই, জোড়া গোল করেছেন তিনি। অন্য গোলটি আরিয়েন রবেনের। লুক্সেমবার্গের একমাত্র গোলদাতা মাক্সিম চ্যানোট।
এই জয়ের পর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচরা। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে সুইডেন। ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ফ্রান্স।
রাতের আরেকটি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গােল ড্র করেছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।
সম্পাদনা: জাবেদ