
ডেস্ক: গত মৌসুমে স্প্যানিশ লা-লিগার সেরা খেলোয়াড় হিসেবে আলফ্রেডো ডি স্টেফানো পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি বছর কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানোর নামে পুরস্কার দেয় স্পেনের ক্রীড়া সংবাদপত্র ‘মার্কা’।
রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী স্পেনের ক্লাবটিতে তিনি কমপক্ষে ২০২১ সাল পর্যন্ত থাকবেন। প্রতি সপ্তাহে পাবেন ৩৬৫,০০০ পাউন্ড। এই চুক্তির ২৪ ঘণ্টার মধ্যে অন্য এক পুরস্কার পেলেন পর্তুগিজ এ উইঙ্গার।
গত মৌসুমে লা-লিগার শিরোপা জেতে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ মৌসুম শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। কিন্তু শিরোপা জেতাতে না পারলেও ফর্মের তুঙ্গে ছিলেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে লা-লিগায় করেন ৩৫ গোল ও ১১ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দেয়ার পথে তিনি গত মৌসুমে করেন ১৬ গোল। এছাড়া পর্তুগিজ এ উইঙ্গার নিজ দেশকে ইউরোকাপের শিরোপা এনে দেন।
অন্যদিকে গত মৌসুমে লা-লিগার সেরা কোচের পুরস্কার পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে। একই দলের জান ওবলাম গত মৌসুমে সবচেয়ে কম গোল হজম করে মৌসুম সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।
এছাড়া রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড আলভারো মোরাতা পেয়েছেন গত মৌসুমে স্পেনের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ইউরো-২০১৬ তে তিনি স্পেনের হয়ে করেন ৩ গোল। কিন্তু ২০০৮ ও ২০১২ সালের শিরোপাজয়ীদের ফাইনাল পর্যন্ত নিতে পারেননি।
‘মার্কা’ কর্তৃক গত মৌসুমে লা-লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে রোনালদো বলেন, ২০১৫-১৬ মৌসুমটা আমার জন্য অনেক আবেগের। ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর দেশের হয়ে জিতেছি ইউরো কাপের শিরোপা। আজও আমার অনেক খুশির দিন। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার পর মার্কার পুরস্কার পেলাম। আমি অনেক খুশি। এই পুরস্কার আমাকে আরও কঠোর পরিশ্রম করে সামনে আরও ভাল করার প্রেরণা জুগাবে।
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: মাহতাব