
ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো কলম্বিয়ান স্ট্রাইকার হামেশ রদ্রিগেজের ক্ষতি করছেন বলে এক সাক্ষাতকারে মন্তব্য করেছেন সাবেক কলম্বিয়ান উইঙ্গার ফসতিনো অ্যাসপ্রিলা। তিনি বলেন, হামেশ রদ্রিগেজের ওপরে নেতিবাচক প্রভাব ফেলছেন রোনালদো।
বৃহস্পতিবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাতকারে অ্যাসপ্রিলা বলেন, ‘আমি দেখেছি, মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সতীর্থরা বল পাস না দেওয়ায় তিনি হাত উঁচু করে তাদের সঙ্গে বাজে আচরণ করছেন, যা সাধারণত ক্রিস্টিয়ানো রোনালদো করে থাকেন। এসব দেখে আমার মনে হয় রিয়ালে রোনালদোর সঙ্গে থেকে তিনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এটা আর কিছু নয়, তার ওপরে রোনালদোর প্রভাব’।
মাঠে রেফারি ও সতীর্থদের প্রতি আচরণ সম্পর্কে অ্যাসপ্রিলার বলেন, ‘ম্যাচে রেফারিদের সঙ্গে বাদানুবাদ হতেই পারে। কিন্তু সেটা যেন সতীর্থদের সঙ্গে না হয়। কখনও কখনও সতীর্থরা পাস দেবেন না। তাই বলে তাদের সঙ্গে এমন আচরণ করা খুবই আপত্তিকর’।
কলম্বিয়ান সতীর্থদের প্রতি হামেশের আচরণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তাকে প্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো, সতীর্থদের খেলার মান উন্নয়নে সাহায্য করা। কেননা, বর্তমানে কলম্বিয়া এমন একটি দল, যেখানে সবাই বয়সে তরুণ এবং হামেশকে ভীষণ সম্মান করেন। আর এ দলের কারোরই তাকে কিছু বলার মতো সাহস নেই। তাই তাকে সব কিছু বুঝেই সামনে এগিয়ে যেতে হবে। দলের জন্য যেটা প্রয়োজন, ঠিক সেটাই করতে হবে’।
সূত্র: গোলডট কম
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব