
রোম: ইতালির স্থানীয় সরকার নির্বাচনে সরকারবিরোধী ফাইফ স্টার মুভমেন্ট বড় ধরনের জয় পেতে যাচ্ছে। রোম ও তুরিনের মেয়র পদে জয় পাচ্ছে দলটি। এতে করে রোমের প্রথম নারী মেয়র হতে যাচ্ছেন ভার্জিনিয়া র্যাগি। তুরিনের মেয়র নির্বাচিত হয়েছেন আরেক নারী চিয়ারা অ্যাপেন্ডিনো।
ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ডেমোক্রেটিক পার্টি (পিডি) জয়লাভ করেছে বাণিজ্যিক রাজধানী মিলান ও বোলোঙ্গাতে। রাজধানীতে হার পিডি দলের জন্য বড় ধরনের আঘাত মনে করা হচ্ছে।
ইতালির স্থানীয় নির্বাচনে দুইভাগে ভোটগ্রহণ করা হয়। প্রথম ধাপের ভোট ছিল ১৫ দিন আগে। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ করা হয় রোববার। এতে প্রাথমিক ফলে রাজধানী রোম ও তুরিনে জয় পায় কট্টর সরকারবিরোধীরা।
নিজের জয় নিশ্চিত হওয়ার পর ৩৭ বছর বয়সী আইনজীবী ভার্জিনিয়া র্যাগি বলেন, ‘আমি সব রোমবাসীর মেয়র হবো। শহরের প্রতিষ্ঠানগুলোতে আইন-শৃঙ্খলা ও স্বচ্ছ্বতা নিশ্চিত করবো। ২০ বছরের দুর্বল শাসনের পর আমাদের হাত ধরে নতুন একটি যুগ শুরু হতে যাচ্ছে।’
ফাইভ স্টার মুভমেন্ট ২০০৯ সালে গঠন করেন কমেডিয়ান বেপে গ্রিলো। তারপর থেকে দলটি দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ প্রচারণা চালিয়ে আসছে। দীর্ঘদিন ধরে ইতালির রাজনীতিতে দুর্নীতি বড় ধরনের একটি সমস্যা।
ব্যয় সংক্রান্ত এক কলঙ্কে জড়িয়ে গত বছরের অক্টোবর মাসে পদত্যাগ করে রোমের মেয়র পিডি পার্টির ম্যারিনো। তারপর থেকে মেয়রশূন্য রয়েছে চিরশান্তির শহর রোম।
মেয়র নির্বাচনে ক্ষমতাসীন দলের সাথে ভালো লড়াই করে দুটি জয় প্রমাণ করছে যে, ২০১৮ সালের নির্বাচনে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফাইভ স্টার মুভমেন্ট। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই