রোলবল বিশ্বকাপ: শেষ আটে বাংলাদেশ

ডেস্ক: আগের দিন সেনেগালের কাছে হেরে ঘরের মাঠের রোলবল বিশ্বকাপে দর্শক হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই মেয়েরাই উৎসাহ জুগিয়েছে টাইগারদের। বৃথা যায়নি তাদের সমর্থন। ছেলেদের প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ১২-১ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।
এ ম্যাচেও বাংলাদেশের জয়ের নায়ক সেই দ্বীন হাসান হৃদয়। ১২ গোলের ৬টিই করেছেন তিনি। যদিও অফিসিয়ালরা তার নামে দিয়েছেন ৫ গোল। মঙ্গলবার বিকালেই বাংলাদেশ খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে তারা ১১-৫ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে।
প্রকাশ: তুহিন