
ব্যাংকক: মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র প্রতি থাইল্যান্ডের কোয়ালিশন ফর দ্য রাইটস অব রেফিউজিস অ্যান্ড স্টেটলেস পারসন্স (সিআরএসপি) রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বার্মার নাগরিকত্ব দেয়ার আহ্বান জানায়। সিআরএসপি’র সদস্যরা বৃহস্পতিবার ব্যাংককে থাই বিদেশি সংবাদদাতা ক্লাবে সু চি’র উদ্দেশে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান।
তারা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’কে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। এই আইন অনুযায়ী রাখাইনের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীর তালিকা থেকে খারিজ করা হয়। সু চি বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড গমন করেন। সেখানে তিনি মিয়ানমার থেকে আগত অভিবাসী এবং শরণার্থী বিষয়ে বক্তব্য রাখবেন।
শুক্রবার তিনি থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা’র সঙ্গে বৈঠক করবেন। তবে মিয়ানমারের পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছে, তাদের আলোচনায় রোহিঙ্গা শরণার্থী বিষয়ে যেন কিছু না থাকে। নিজ দেশে বৈষম্যের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম জনগণ উত্তাল সাগর পাড়ি দিয়ে উন্নত জীবনের আশায় বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পাড়ি জমাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি