রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার: টেকনাফের নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী সাতটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠানা হয় । বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর থেকে সকাল ৯টার মধ্যে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে অন্তত ১০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি