
কুড়িগ্রাম: রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল আমিন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন। তিনি খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে।
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাতঁভাঙ্গা বিওপি কমান্ডার আব্দুল আজিজ জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে মঙ্গলবার ভোরের দিকে ১০-১৫ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ বাড়ি নিয়ে আসা হয়েছে। বিজিবি তথ্য সংগ্রহ করেছে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাবে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি জানান, খবর পেয়েছি রৌমারীতে বিএসএফ দুই রাইন্ড গুলি করেছে। তাতে এক বাংলাদেশি নিহত হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ