র্যাংকস টেলিকম প্রতিনিধিদলের সঙ্গে তারানার বৈঠক

ঢাকা: র্যাংকস টেলিকম লিমিটেডের একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওই প্রতিনিধিদলটি।
এতে র্যাংকস টেলিকম ও বাংলাদেশ টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনাময় ভবিষ্যত নিয়ে আলোচনা হয়। এসময় তারানা হালিম প্রতিনিধি দলটিকে টেলিকম খাতের বিকাশে সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন র্যাংকস টেলিকম লিমিটেডর চীফ এক্সিকিউটিভ অফিসার এস এম আশিকুর রহমান। আলোচনায় আরো উপস্থিত ছিলেন র্যাংকস টেলিকম লিমিটেডের চিফ টেকনলজি অফিসার খন্দকার তাসফিন আলম, হেড অফ বিজনেস মাহবুবুল আমিন ও হেড অফ অ্যাডমিন গোলাম রব্বানী।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম