
ঢাকা: সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে ঢাকা ও নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী পাইলট বাবু ও জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের গড ফাদার নাদিম ওরফে পঁচিশ।
র্যাব জানিয়েছে, মিরপুর বেড়িবাধের তামান্না পার্ক এলাকায় মঙ্গলবার ভোরে সন্দেহজনক যানবাহনে তল্লাশি করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাজার রোডের দিক থেকে আসা একটি মোটর সাইকেলের আরোহী দুই যুবক র্যাবের উপস্থিতি দেখে বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা গুলি চালাইয়। এতে একজন গুলিবিব্ধ হয়ে মোটর সাইকেলসহ পড়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় গুলিবিদ্ধ যুবক। সে মীরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী পাইলট বাবু বলে জানা গেছে।
এদিকে, সোমবার মধ্যরাতে নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ নাদিম হোসেন ওরফে পঁচিশ নিহত হন। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী।
গ্রন্থনা ও সপাদনা: এম কে রায়হান