
ঢাকা: নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৪০ জনের নতুন একটি তালিকা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ তথ্য জানান।
শহীদুল হক বলেন, ‘র্যাব নিখোঁজদের একটি বড় তালিকা করেছিলো। সেটা তারা অতটা যাচাই বাছাই করতে পারেনি। পরে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহায়তায় নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৪০ জনের নতুন একটি তালিকা করা হয়েছে।’
তিনি বলেন, ‘নিখোঁজদের অনেকেই পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছে তারা ভালো আছে, তাদের জন্য চিন্তা না করতে। তাই আমাদের ধারণা তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে।’
পুলিশের মহাপরিদর্শক আরো বলেন, ‘এখন নিখোঁজদের খুজে বের করাই আমাদের কাজ। তারা যদি জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে অাসতে চায় তাহলে তাদের সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে।’
ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন আত্মসমর্পন করে স্বাভাবিক জীবন ফিরে পেতে চেষ্টা করছে বলেও জানান পুলিশ প্রধান।
আইজিপি বলেন, ‘অভিভাবকদের প্রতি আমি আগেও অনুরোধ জানিয়েছি, সন্তানদের দিকে খেয়াল রাখুন। আবারো বলছি, আপনার সন্তান কোথায় যায়, কি করে, কারা তার বন্ধু এগুলো লক্ষ্য করুন। সন্তানদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ