
লক্ষ্মীপুর: সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে ফয়সল (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফয়সল বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বালাইশপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জোনায়েদ কাউছার। ফয়সল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
পুলিশ সুপার জোনায়েদ জানান, দুর্বৃত্তরা ফয়সলকে কুপিয়ে হত্যা করেছে। তিনি স্থানীয় লাদেন বাহিনীর লোক ছিলেন। পরে ওই বাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ভাবী রানী বেগম জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাসা থেকে লাইট নিয়ে বের হয়ে যান ফয়সল। এর আধাঘন্টার মধ্যে পরপর দুটি গুলির আওয়াজ শুনে ঘর থেকে বের হন তারা। এসময় স্থানীয় লোকজন চিৎকার করে বলতে থাকেন, ফয়সলকে খুন করা হয়েছে।
নিহতের বাবা ফজলুল করিম জানান, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান লাদেন মাসুম ফয়সলের বিরোধিতা করতো। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে করেন তিনি।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জানান, ফয়সল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই