
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়েছেন শ্রীলঙ্কান নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চোটের কারনে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। ফলে লঙ্কান দলের নেতৃত্বভার কাঁধে পড়েছে ৩৮ বছর বয়সী তারকা লেগ স্পিনার রঙ্গনা হেরাথের। রোববার অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ স্পিনারের নাম ঘোষণা করে।
বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন এ সিরিজের। প্রথম টেস্ট মাঠে গড়াবে ৭ মার্চ। গল টেস্ট শেষ হলে ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এর আগেও লঙ্কান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হেরাথ। ম্যাথুজের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন ৩৮ বছর বয়সী হেরাথ। রঙ্গণা হেরাথ ৭৮ টেস্টে ২৮.৩১ টেন্টে ২৫৭ উইকেট নিয়েছেন। বোলিংয়ে বর্তমান প্রধান অস্ত্রই তিনি।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন