
লন্ডন: ব্রিটেনের রাজধানী লন্ডনের পুলিশ বাহিনী সন্ত্রাসী হামলা প্রতিরোধে রাজধানীজুড়ে অতিরিক্ত ৬০০ সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করবে বলে জানিয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান-হো জানান, ইউরোপজুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লন্ডনের বাসিন্দাদের আশ্বস্ত করতে এবং হামলাকারীদের প্রতিরোধ করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্রিটিশ পুলিশের নিয়ম অনুযায়ী, লন্ডন পুলিশ কর্মকর্তাদের সংখ্যাগরিষ্ঠ আগ্নেয়াস্ত্র বহন করে না। কিন্তু অতিরিক্ত এই সশস্ত্র পুলিশ পায়ে হেঁটে এবং গাড়িতে করে লন্ডনের রাস্তায় টহল দিবে।
২০০৫ সালের জুলাইয়ে চরমপন্থী ৪ জন সন্ত্রাসী লন্ডনের ৩টি পাতাল রেল এবং ১টি বাসে আত্মঘাতী বোমা হামলা করে ৫২ জনকে হত্যা করে। এরপর ছোটখাটো সন্ত্রাসী হামলা হলেও শহরটিতে বড় কোন হামলার ঘটনা ঘটেনি। কিন্তু গত মাসে প্রতিবেশি ফ্রান্সের নিসে জনসমাবেশে ট্রাক উঠিয়ে দিয়ে সন্ত্রাসী হামলার পর লন্ডন পুলিশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে