
লন্ডন: সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম রাসেল স্কয়ারে একব্যক্তির ছুরিকাঘাতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩৩ মিনিটে পুলিশকে ফোন করে বলা হয় যে, একব্যক্তি ছুরি দিয়ে মানুষকে হামলা করছে।
তার হামলার শিকার হয়ে ৬০ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন। অন্য ৫জন আহত হয়েছেন। পরে ১৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়। মেট্রো পুলিশ বলছে, ছুরিকাঘাতের পেছনে মানসিক সমস্যা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের সহাকারী কমিশনার মার্ক রাউলি জানিয়েছেন, হামলায় একজন নারী ও চারজন পুরুষ আহত হয়েছেন। তাদের একাধিক স্থানে আঘাত করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে দেখছে মেট্রো পুলিশ।
মার্ক রাউলি বলেন, এখন আমাদের হামলার মোটিভ সম্পর্কে সবদিক মাথায় রেখে বিবেচনা করতে হবে। এর পেছনে সন্ত্রাসবাদী মনোভাবও কাজ করতে পারে। তবে সেটা তদন্ত করে দেখতে হবে।
নিহত মহিলা সম্পর্কে কেবল তার বয়স ব্যতিত অন্য কোন তথ্য দিতে পারেনি পুলিশ। হামলার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা হামলার স্থানটি পরীক্ষা করে দেখছেন। আহতদের অবস্থা কেমন সে সম্পর্কে কিছু জানানো হয়নি। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই