
ডেস্ক: ট্র্যাকে নামলেই তুলেন ঝড়। বজ্রবিদ্যুতের ঝলকানিতে গড়ছেন একের পর এক রেকর্ড। সেই উসাইন বোল্টের গতির ঝড় আর দেখা যাবে না লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর! কোনও গুঞ্জন নয়, জ্যামাইকান তারকা নিজেই দিয়েছেন ঘোষণা। এ গতিদানব বুধবার নিশ্চিত করেছেন, লন্ডনে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন; এরপরই অবসরে যাবেন।
আটবারের অলিম্পিক সোনা জয়ী ৩০ বছর বয়সি বোল্ট বলেছেন, ‘আমার লক্ষ্য লন্ডনে জয়। জিতেই অবসর নিতে চাই আমি।’
লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ৪ থেকে ১৩ আগস্ট। ছেলেদের ১০০ মিটারের ফাইনাল হবে ৫ আগস্ট শনিবার। আর ৪*১০০ মিটার রিলে হবে এর পরের শনিবার, যেখানে শেষবারের মতো ট্র্যাকে নামবেন বিশ্বের দ্রুততম মানব।
২০০৮ বেইজিং, ২০১২ লন্ডন ও ২০১৬ রিও- সর্বশেষ তিনটি অলিম্পিক গেমসেই ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট। গড়েন ‘ট্রিপল ট্রিপল’-এর কীর্তি। কিন্তু সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে বেইজিং অলিম্পিকে ৪*১০০ মিটার রিলেতে জেতা সোনা হারাতে হয় তাকে।
গত জুনে ঘরের মাঠে শেষবারের মতো ট্র্যাকে নামেন বোল্ট। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে শুক্রবার মোনাকোতে ডায়মন্ড লিগে ১০০ মিটারে দৌড়াবেন এই গতিদানব।
সম্পাদনা: জেডএইচ