
লন্ডন: ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলার মাধ্যমে চার জন হত্যায় জড়িত থাকা ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। হামলাকারী ৫২ বছর বয়সি খালিদ মাসুদ ব্রিটেনে জন্ম গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র পুলিশের গুলিতে তিনিও নিহত হন।
বৃহস্পতিবার পুলিশ নিশ্চিত করেছে, মাসুদ ইসলামি চরমপন্থা ধারা প্রভাবিত হয়েই এই কাজ করেছেন।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, এর আগে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে কখনো অভিযুক্ত করা হয়নি। তবে অতীতে তিনি বিভিন্ন ছোটখাটো অপরাধে জড়িত ছিলেন।
হামলাকারী যুক্তরাজ্যের কেন্টে জন্মগ্রহণ করেন। তবে তদন্তকারীদের ধারণা, তিনি সম্প্রতি ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাস করতে শুরু করেছিলেন। তার অনেকগুলি ছদ্মনামও রয়েছে বলে উল্লেখ করে পুলিশ।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডন হামলাকারীর পরিচয় সম্পর্কে বলেছিলেন, ব্রিটেনে তার জন্ম হয়। কয়েক বছর আগে চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে ব্রিটিশ গোয়েন্দারা তার বিষয়ে তদন্ত করেছিলেন।
১৯৮৩ সালের নভেম্বরে অপরাধ করার কারণে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। এরপর সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি রাখার অপরাধে তিনি অপরাধী সাব্যস্ত হন। সূত্র: মেট্রো
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ